জাকির নায়েক কে?

লোকটির পুরো নাম জাকির আব্দুল করিম নায়েক। এরকম মুসলমানী টাইপের আরো কিছু ভারতীয় লোকের নাম আমরা শুনেছি যেমন, সাবেক প্রেসিডেন্ট এপিজে আবুল কালাম, ইন্দিরার স্বামী ফিরোজ গান্দ্ধি, সালমান খান, শাহরুখ খান, ফিদা হুসেইন এছাড়া আরো অনেক যাদেরকে বিশ্বব্যাপী সাধারন মুসলমানরা সত্যিকার অর্থে ইসলাম ধর্মের অনুসারী মুসলমান মনে করতো। আসলে এ হচ্ছে মহা ভূল! এরা সকলেই হলো পারসীয়ান মজুসী অগ্নী উপাসক ধর্মের অনুসারী। ইহুদী নাছারার নিয়ন্ত্রনে আবদ্ধ মিডিয়াগুলো এদের এমন নামের সুযোগ নিয়ে এদের কে প্রখ্যাত মুসলিম হিসেবে প্রচার করতো আজো করে। আলোচিত জাকির নায়েক ওদের মত কি-না সে বিষয়ে পুরোপুরি নিশ্চিত হওয়া যাচ্ছে না। তবে তার পিতা বা মাতার নাম অজ্ঞাত কারনে কোথাও উল্লেখ করা হচ্ছে না। ১৯৬৫ সালের ১৮ অক্টোবর সে ভারতের মুম্বাইয়ের এক কনকানি! মুসলিম পরিবারে জন্ম নেয় বলে উল্লেখ করা হয়েছে। ডাক্তারী পড়া অবস্থায় সে তৎকালীন বিভ্রান্ত ধর্মপ্রচারক আহমদ দীদাত এর সঙ্গ লাভ করে এবং তার থেকেই ইসলাম বিষয়ে শিক্ষা লাভ করে বলে জানিয়েছে। বর্তমানে সে সর্ব ধর্ম বিষয়ে অভিজ্ঞতা লাভ করে সারা বিশ্বে কথিত ইসলাম প্রচারক হিসেবে কাজ করছে বিভিন্ন বিতর্ক সভা, সেমিনার এবং বিশেষ করে তার প্রতিষ্ঠিত পিস নামক টিভির অনুষ্ঠানের মাধ্যমে। এছাড়া সে বইও লিখছে এবং তার বক্তব্যগুলো সিডি ভিসিডি আকারে বাজারজাত করা হচ্ছে। আমরা তার সার্বিক বক্তৃতা বিবৃতি লেখালেখি থেকে প্রাপ্ত তথ্য উপাত্তের ভিত্তিতে সেগুলো ইসলামী শরীয়ার মানদন্ডে মুসলমানদের জন্য কতটুকু গ্রহনযোগ্য সেটা এই সাইটে দেখতে পাব- আশা করি।