হুজ্জাতুল ইসলাম

হুজ্জাতুল ইসলাম এর সহজ সরল বাংলা অর্থ হলো, ইসলাম এর দলীল প্রমান বা ইসলাম এর প্রামান্য দলীল।
সালফে সালেহীন রাহমাতুল্লাহি আলাইহিম উনাদের আমল থেকে আজ পর্যন্ত ইসলাম এর ইতিহাসে যে সমস্ত সুমহান ব্যাক্তিত্ব উনাদের আক্বীদা আমল, কথা বার্তা চাল চলন তাজদীদ দ্বারা সাধারন মুসলমানদের সম্মুখে দ্বীন ইসলামকে তুলে ধরেছেন এবং এক্ষেত্রে অসামান্য অবদান রেখেছেন উনাদেরকে এক কথায় হুজ্জ্বাতুল ইসলাম বলা হয়। 
এমন সুমহান ব্যাক্তিত্বের আগমন ইসলাম এর ইতিহাসে অসংখ্য অগনিত। উনাদের মাঝে যারা বিশেষভাবে ইতিহাসে মুসলমানদের অনুসরনীয় অনুকরনীয় হিসেবে মাশহুর হয়েছেন উনাদের মধ্য থেকে কয়েকজন হুজ্জাতুল ইসলাম এর পরিচিতি এ বিভাগে তুলে ধরবো। উনাদের আক্বিদা আমলের সাথে আলোচ্য জাকির নায়েকের কতটুকু আসমান-জমীন পার্থক্য সেটা সহজেই আপনারা ধরতে পারবেন....ইনশাআল্লাহ!